গোধূলির ম্লান আলোতে
মিশে যায় দিগন্তের সীমানা
সারা দিনের রোদ্দুর মেখে
বুনো ফুল বলে –
প্রজাপতি ফিরে যা ঠিকানায়
এখন আমাদের বিশ্রামের সময়
হেসে লুটোপুটি অবুঝ প্রজাপতি...


দূরে দেখা যায় ক্লান্ত পায়ে
কৃষকেরা ফেরে ঘরে
মেঠো পথ ধরে উদাস বাউল
গান গেয়ে যায় হেঁটে।


অনাদরে ছুটে বেড়ায়
গ্রাম্য শিশুর দল
ভালোবাসা বুকে নিয়ে চলে
যুবতী গৃহবধূ -
সাঁঝের আলো মেখে
ডুবে যায় গ্রাম্য ইতিহাস।


             *******