ভবঘুরে জীবনে কাউকে
কথা রাখার প্রতিশ্রুতি নেই
অনায়াস ছন্দে ভেসে চলে জীবন
ছাদহীন খোলা আকাশের নীচে।


সবাই চায় একটা নিরাপদ আশ্রয়
মনের ক্যানভাসে ভবঘুরে এঁকে চলে
এক নতুন পৃথিবীর ঠিকানা।


মায়াবী ঝংকারে সারাটা জীবন
পদচিহ্ন রেখে যায় নিরালায় –


ভবঘুরের জন্যে কান্না রেখো না কেউ
নিদ্রাহীন কেটে যায় অনন্ত রাত
মায়ের চোখ খোঁজে সন্তানকে।


       ******