শিমুল তুলোর মতো
বুকটা খুব হালকা লাগছে
অবেলার নির্মল রোদ্দুর
মেঘ ফুঁড়ে উঁকি দেয়
মনের বারান্দায় ...


বর্ষার আকাশ জুড়ে
খ্যাপা মেঘের পাগলামি
মুগ্ধ বিস্ময়ে চেয়ে থাকি
সবুজ বিপ্লবের আবাহন।


কৃষকের ঘাম ঝরা শ্রমে
ধান চারা রোপণের উৎসব
শুধু কয়েকটা মাসের প্রতীক্ষা
সোনালী ফসলে ভরে যাবে
দিগন্ত বিস্তৃত ক্ষেতে -
নবান্ন উৎসবে মানুষ হবে মাতোয়ারা।


        *******