তোমার মুখে অভিমান মানায় না
তোমার রূপে জ্যোৎস্না হাসে
রাত্রি গভীর হলে এক মায়াবী সুগন্ধ
ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে।


ভোরের জানালায় অভিমান উঁকি দেয়
তোমার রূপ দেখবার জন্যে
বর্ষার পিছনে দাঁড়িয়ে শরৎ -


শিউলি ফুলের সুবাস
এখনো লাগেনি বাতাসে
বৃষ্টি ভেজা শরীর দেখে
চক্ষু চড়ক গাছ -
সূর্যটাকে লুকিয়ে রেখে
মেঘ বলেছে – বাহ!
কতো যে ঘুরে বেড়াই
তোমার মত লাগেনি
এমন কাউকে ...


তোমার রূপে হয়েছি দিশেহারা
তবুও যেতে হবে –
শরৎ এসেছে দ্বারে
মেঘ বলে যায়
আবার আসবো ফিরে
দুলকি চালে মেঘ ভেসে যায়
দূর পাহাড়ি দেশে ...


     ******