আয়নার সামনে মেলে ধরেছি নিজেকে
শিল্পকলা বলতে কিছুই নেই
শরীরী উঠোনে পড়েনি রোদ্দুর।


আয়নার জৌলুস কমছে আমার মতই
ভালোবাসার সর্বগ্রাসী আগুনে পুড়ে গেছে
আমার মনের ব্যালকনি।


অফুরান হাওয়ায় ভেসে গেছে
আঁধার রাতের উৎসব
চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হচ্ছে
বৃষ্টি ধারার মতো...।


বুকের পাঁজরে লুকিয়ে
চোরাবালির অস্থির স্রোত
সভ্যতা উঁকি দেয় সংকট সময়ে -


মনের শান্ত সরোবরে কোলাহল নেই
আছে শুধু বাসি রজনীগন্ধা
শরীরের গুপ্তধন খুঁজতে গিয়ে দেখি
পড়ে আছে একরাশ কঙ্কাল।


         ********