বেলাভূমির পড়ন্ত রোদে অহংকার ভেঙে যায়
লাল সূর্যের বাচালতা থেমে যায় দিগন্তে
বালুচরে গড়ে ওঠে খেলাঘর  ...


অসংখ্য ডলফিনের অনাবিল উল্লাস
মেটে না তবুও তৃষ্ণার স্বাদ
অমৃত ভেবে পান করেছি হলাহল।


অনাবৃত বুকে ভালোবাসার সুরভি মেখে
পেরিয়ে এসেছি এতটা কাল –


মাছরাঙাদের উল্লাস থামেনি
সারাদিন সমুদ্র সফরে হয়নি ক্লান্ত।


মেঘমালাদের উদাসী পথ চলা
ফেরারী বাতাস ছুঁয়ে যায় মন।


দিগন্তে ডুবে যায় দস্যু রত্নাকর ...


         ******