জানি না আমি সমুদ্র পথের ঠিকানা
তবু ভেসে চলি অচেনা পথেই -
হিসেবের ঝুলিতে নেই কোনো পরশপাথর
কপর্দক বেরিয়েছি সমুদ্র পথে।


উজান বাইতে হয় কিভাবে জানি না
ঝড় তুফানে উত্তাল সমুদ্রে দেব পাড়ি
ভালোবাসার ঠিকানা লিখেছি
জাহাজের মাস্তুলে ...


উত্তর দেবে না জানি –
আমি যে অনাহুত আগন্তুক
মেঘকে দিয়েছো ভালোবাসার চিঠি
কিন্তু ওরা যে বদ্ধ পাগল
ক্ষ্যাপা ষাঁড়ের মতো ছুটে বেড়ায়
আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে।


চিঠি যাবে ভেসে সাগর জলে
পাবো না তল খুঁজে একটুও
মিছে অছিলায় ভেসে যাই
এক সমুদ্র থেকে আর একটায়
গাঙচিল হাসে আকাশে
আমাকে ভীষণ বোকা ভেবে ...


        ******