খোলা পিঠে বাঘিনীর ট্যাটু আঁকা
নারীরা কি বাঘিনী?
তা হলে এতো কেন হয় ...
প্রতিরোধ ক্ষমতা কি নেই?


ট্যাটু ভাল লাগে বাঘিনীর -
কিন্তু ও টুকুই ...
ক’জন নারী পেরেছে বাঘিনী হতে?


হৃদপিণ্ড ফুঁড়ে বেরিয়ে আসা
বোবা কান্না ঝরে পড়ে -
শরীরের নিষিদ্ধ গলিতে কোলাহল
এক দল পাষণ্ড যুবকের।


রক্তে ভেসে যায় পূর্ণ শশী
বাঁকা চাঁদ আটকে আকাশে
ওষ্ঠ প্রান্তে গরলের দাগ
ছিন্ন ভিন্ন পোশাক -
নগ্ন বাঘিনীর ট্যাটু আঁকা পিঠ।


বিংশ শতাব্দী হাসছে
শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যায়
তবুও ...
নারী তোমারা কি একবার
শুধু একটি বারের জন্যে
বাঘিনী হতে পারবে না?


       *******