বৃষ্টি ভেজা গন্ধ পাই না কত দিন
তোমার আঁচলের বৃষ্টি গন্ধ
আজও মনে হয় -
এই তো সেদিন আগেও ছিল।


বৃষ্টিতে ধুয়ে গেছে বুকের সমস্ত
উর্বর পলিমাটি ...
শরীরের গোপন সৌরভ
বৃষ্টিতে চাপা থাকে না।
কলকল শব্দে শরীর বেয়ে
নেমে আসে বৃষ্টি ধারা।


ভাটিযালি গানে মাদল বাজে
নিঃশ্বাসে ধেয়ে আসে উন্মাদ ঝড়
মাটির সোঁদা গন্ধ মিশে যায়
শরীরের অলি গলি পথে ...


            ****