মেঠো পথে খেলা করে
ভালোবাসার রোদ্দুর
শরৎ আকাশের পেঁজা তুলো মেঘ
ভেসে যায় আনমনে  -
সীমান্তে হেসে ওঠে কাশফুল
উৎসবে মেতেছে সবাই
প্রভাতী আগমনী সুরে।


তবুও মনের আকাশে
এক খানা কালো মেঘ
উঁকি দেয় বারে বারে।
নতুন পোশাকে সাজবে সবাই
উৎসবে যাবে ভেসে -
বস্তির ঐ ঘর গুলো তবুও
আঁধারেই থাকে ঢেকে।


ছিন্ন পোশাকে খেলা করে শিশু
মুখেতে অনাবিল হাসি
অর্থ থেকেও ঐ হাসির দাম
পারি নি কখনো দিতে -
বোঝে নি এখনো উৎসবে তাদের
আছে অধিকার সব টুকু।


অদৃষ্টের পরিহাসে আজ যারা অসহায়
এসো ধরি হাত সবাই মিলে
উৎসবে মাতি ভালোবাসা দিয়ে -
মুছে যাক সব ভেদাভেদ।
নতুন পোশাকে সাজুক ওরা
আমরা সেজেছি যেমন
হাসি টুকু যেন অমলিন থাকে
চিরদিন চিরকাল ...


     ****