ঘাসের উপর হাঁটু মুড়ে বসে
বিকেল বেলার রোদ্দুর
বুকে আমার আকাশ কুসুম কল্পনা
স্বপ্নে আমার ভালোবাসার রঙ।


তোমাকে ছুঁয়েই দিব্যি করেছি
আঁচলটাকে বাঁধবো ভালোবেসে
পরশ পাথর ছুঁলেই হবে না সোনা
কল্পনাতে লাগে অনেক ভালো।


বিরহী বাঁশির মোহিনী সুরে
ভালোবাসা পথ চেয়ে -
চন্দন বনে উঠেছে ঝড়
তারই সুগন্ধে ভরে ওঠে বুক।


আনমনে ভেসে যায় খেয়ালী মেঘ
সীমারেখা জানা নেই তার
ভালোবাসা গচ্ছিত রেখে
ডুবে যায় পূর্ণিমা চাঁদ।


    ****