থমকে দাঁড়িয়ে হাওয়ার গতি
থমকে দাঁড়িয়ে পথ
ভালোবাসাকে আধমরা করে
বুকের পাঁজরে খেলা করে বালিহাঁস।


পিছল পথে হেঁটেছি অনেক
শরীর হয়েছে বিক্ষত
রক্ত ক্ষরণ চোরা স্রোত পথে
ভেসে গেছে নাভিতল।


লোনা জলে ঠিকানা হারিয়ে
শরীর হয়েছে নীল
পুব আকাশের প্রভাতী মূর্ছনা
মনের দিগন্ত রঙিন।


বন্ধ দ্বারের অধর প্রান্তে
কে যেন দাঁড়িয়ে একা
দু’চোখে তার হাজারো আকুতি
ভালোবাসা নয় মরীচিকা।


       ******