ভালোবাসার উৎস মুখে দাঁড়িয়ে
একটা সাধারণ মেয়ে
শরীরে নেই কোনো রূপকথা
জৌলুস হীন আলো আঁধারি জীবন
রঙিন ধ্রুবতারার মতো
চোখ দুখানি জ্বলজ্বল করছে।


শরীর স্পর্শ করে পাবে না
কোনো উপত্যকার উষ্ণতা
শিশির ভেজা ভোরের শিউলির মতো
শান্ত শীতল নিরাভরণ ...


শরীরী মোহনায় চোরা শব্দের স্রোত
নির্জন সন্ধ্যায় অচেনা পাখির আবদারে
ঠোঁটের কোণে এক চিলতে রোদ্দুর
চোখের পাতায় স্বপ্নের ঈশ্বর
তবুও তুমি এক সাধারণ মেয়ে।


ভাবনার ইচ্ছে ডানায় জ্যোৎস্না হাসে
রাত পাখিদের অবুঝ কথা তোমার সাথে
তুমি বোঝো ওদের ভাষা এক নিমেষে
কারণ তুমি এক অতি সাধারণ মেয়ে।


           *****