নদীর চরে মেঘ শূন্য রাত
জ্যোৎস্না হাসে ভরা নদীর জলে।


মনে ওড়ে রঙিন প্রজাপতি
নদীর জলে ছলাৎ ছলাৎ ধ্বনি।


দূর নীলিমায় লক্ষ তারা জ্বলে
জানালার ধারে রাত্রি জেগে থাকে।


বুকের পাঁজরে ইতিহাস লেখা রোজ
হাওয়ায় ভাসে রাতের নির্জনতা।


তরঙ্গহীন রাতের নদী জল
গভীর আঁধারে গোপন চিঠির খোঁজ।


সমুদ্র ডাকে সোহাগ কামনায়
নদী ছোটে সঙ্গম পিয়াসায়।


       ******