আমার ভালোবাসার বারান্দায়
বসন্ত আজও আসেনি
শরৎ গেছে ফিরে -
হিমেল হাওয়ার দাপটে
শিরশিরানি ধরে যৌবনে।


শিউলি ফুলের মালা ভাসায়
যে সব যুবতী মেয়েরা
তারা ফিরে গেছে কাক জ্যোৎস্নায়
বরফ গলা রোদ্দুরে দাঁড়িয়ে দেখেছি
ঈশ্বরের নারী সৃষ্টির ইতিকথা।


মেঘের ভেলায় ভেসে যেতে
ভীষণ ইচ্ছা করে
বৃষ্টি এসে থামায় গতিপথ
বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে থাকি
দূর আকাশ পানে।


বসন্তের প্রতীক্ষায় কেটেছে
অনেক গুলো ঋতু –
মনের জমা বরফ গলতে গলতে
আজ যৌবনে ধরেছে ফুল
অপেক্ষা কেবল বসন্তের।


    ******