রোদ্দুরে উবে গেছে ভোরের কুয়াশা
অলৌকিক প্ল্যাটফর্মে দেখা দিয়েছে
সকালের স্নিগ্ধ সূর্য কিরণ ।
সারি সারি গাছের ঘুম ভাঙা চোখ
মৃদু হাসিতে ঝলমল –


মধ্যবিত্ত শরীর হেঁটে যায়
সূর্যদোয়ের অমোঘ টানে -
ভোরের সীমারেখা মুছে যায়
পাখির অনাবিল কলতানে।


গৃহস্থের উঠোন জুড়ে সোহাগী শীত
চেনা বারান্দায় পায়চারী করে
যত সব ভুলচুক ...
কুয়াশা, শীত, রোদ্দুর -
এসব হয় না কখনও অতীত।।
  
      ********