আলোর ঠিকানা খুঁজতে গিয়ে
খুঁড়েছি পাতাল পথ
এক ফালি রোদ পড়ে না কখনো
সবটাই আঁধার রাত।


প্রত্যাশায় বেঁধেছি বুক
পাতাল ঘরে একটু আলোর সুখে
ব্যর্থ সময় ছুঁয়ে চলে যায়
কথা রাখে নি রোদ্দুর।


অন্ধকার পাতাল পুরিতে
নিরন্ন উপবাস -
সর্বগ্রাসী আঁধার পেরিয়ে
গর্জে ওঠে চীৎকার -
এখানে আছে কী কোনো ঈশ্বর?


পিপাসার জল গড়ায় মাটিতে
মৃত্যুর উৎসবে ওঠে হাহাকার
চোখগুলো জ্বলে পাতাল পুরিতে
ওরা কী সবাই হারিয়েছে বিশ্বাস!


         ********