ওষ্ঠের বিষে ওষ্ঠ পুড়ে যায়
ভাঙন ধরে শরীরের অলি গলি।


বুকের মধ্যে অজানা চোরা স্রোত
ওষ্ঠের বিষে শরীর হয়েছে নীল।


শীতের লাজুক রোদ্দুর দিগন্তে ডুব দেয়
ওষ্ঠ জুড়ে ভালোবাসার ঝড়।

শরীর জুড়ে উজান বাওয়ার গান
রাত জেগে রয় অবুঝ অরুন্ধুতি।


ওষ্ঠের বিষে ওষ্ঠ পুড়ে যায়
ভরা জোয়ারে নদীর দুকূল ভাসে।


সমস্ত রিপু ঘুমে অচেতন
পাখির ডানায় ভোরের আলো ফোটে।


         ********