অশ্বমেধের ঘোড়া ছুটছে আকাশ পথে
খুরের শব্দে জাগছে জলপ্রপাত
মেঘ ভেঙে নামছে বৃষ্টি ...
অশ্বমেধের ঘোড়া ছুটছে বুক চিরে।


আকাশের শরীর জুড়ে কালো মেঘ
পাহাড়ি ঝর্না ভেঙে ছুটছে ঘোড়া
চোখের জলের মূল্যহীন আবদার
দুর্বিনীত অশ্বমেধ ঘোড়া।


বিদ্রোহী ভালোবাসা ফুঁসে উঠছে
অশ্বমেধের ঘোড়াকে রুখতেই হবে
ভালোবাসা নিয়ে খেলা চলবে না
গতি রোধ করতেই হবে।


অশ্বমেধের ঘোড়ার অহংকার
পুড়ে ছাই হবে ওষ্ঠের ছোঁয়ায়
ভালোবাসার গোপন সৌরভ
বেঁচে থাকে চিরকাল চিরদিন ...
  
     *****