অর্ধেক আকাশ জুড়ে কৃষ্ণ মেঘ
স্পর্শ ছাড়াই বুঝতে পারি
ফুলের কুঁড়িতে রঙ লেগেছে
ভালোবাসা জেগে থাকে জ্যোৎস্না আলোতে।


কার্পাস তুলোর মতো হালকা
আরণ্যক শরীরে বুনো সৌরভ
শীতের রোদ মাখা দুপুর জুড়ে
ভালোবাসার বসন্ত পঞ্চমী।


আঁচলে বেঁধেছো আস্ত একটা নদী
যুবতীর অহংকার হল অলংকার
কাগজের নৌকায় ভাসিয়েছো
ভালোবাসার মৌন অক্ষর মালায়।


আলাদীনের আশ্চর্য প্রদীপ হাতে
দাঁড়িয়ে এক কুমারী মন
শরীর জুড়ে উল্কাপাত ...
প্রদীপ নেভে না কখনও ভালোবাসার।


          *********