সময়ের খোলা হাওয়ায় স্বপ্নের খুনসুটি
ভোরের কুয়াশার মতো মোলায়েম।


আতশ কাঁচের নীচে নিজের চুলচেরা বিশ্লেষণ
তবুও ভাবনার মেঠো পথে স্বপ্ন হেঁটে যায়।


অচেনা আগন্তুকের মতো হাওয়ায় ভাসে স্বপ্নগুলো
নদীতে পা ডুবিয়ে বসে ভাটিয়ালী জীবন।


উজান বাইতে লাগে এক মায়াবী সুর
ভালোবাসার সৈকতে এঁকেছি নতুন পৃথিবী।


সূর্য ডোবা আলোতে স্বপ্নের মায়াজাল
সম্পর্কের রূপকথা লেখা থাকে জীবন খাতায়।


           ********