বুকের মধ্যে সাঁওতালি নাচ
ক্রমশ তীব্রতর হচ্ছে ...


অপলক চেয়ে আছে ইতিহাস
কাকচক্ষু দিঘির জল স্থবির।


ধূলো ওড়া প্রান্তরে নির্বাক শূন্যতা
মহাকাল হাত বাড়িয়ে প্রতীক্ষায় -


সূর্যের শেষ আলোক বিন্দু
শুষে নেয় গোধূলির ক্রান্তিকাল।


নিভু নিভু অন্ধকারে মিলিয়ে যায়
প্রজাপতির রঙিন আলপনা।


         ******