নিঃশ্বাস চুরি করে নিয়ে যায়
বিষণ্ণ মধ্য রাত –
আতস কাঁচের নীচে চুল চেরা বিচার
কতোটা শালীন সম্পর্ক ছিল
বিকেলবেলার রোদ্দুরের।


পরিযায়ী পাখির মতো
অবৈধ ফাঁদ পেতে সঙ্গম...
রক্তাক্ত হচ্ছে প্রতিদিন অন্ধকারে।


নীরব সীমারেখা মুছে দেয়
শরীরের নিপুণ নির্মাণ খেলায়
ভোর জেগে উঠুক
দেহের প্রতিটি রন্ধ্র কূপে।


মৌনতা ভেঙে ভেসে যাক
রক্ত চন্দন বন –
বাকী সব ইতিহাস...


   *****