শঙ্খচিল নেমে আসে নদীর জলে
সোনালী মৎস্য কন্যার চকচকে শরীরে
উন্মাদ ঢেউ আছড়ে পড়ে।


তবুও মৎস্য কন্যার অপরূপ হাসি থামে না
শঙ্খচিল পাবে না তাকে কখনোও
কারণ সে যে নদীর রূপকথা।


উথাল পাথাল ঢেউয়ের মাঝে হারিয়ে যায়
শঙ্খচিল হন্যে হয়ে খুঁজে মরে নদীর বুকে
মনের আকাশে শুধুই হাহকার।


ঢেউ ভেঙে ভেঙে এগিয়ে চলে -
রুপোলী মৎস্য কন্যা হেসে লুটোপুটি
নদীর জলে তোমার সোহাগ ভাসাও।


কন্যা তুমি নও যে কারোর একার
ভালোবাসা ছড়াও নদীর জলে
বেঁচে আছে লক্ষ কোটি ধীবর।।


        ********