ওরে চিল শকুনের দল করিস নানান ছল
লুটের টাকা যাচ্ছে কোথায় বল না তোরা বল!


জেলের ঘানি টানবি সবাই দেখবি সর্ষে ফুল
বুকের ব্যথা বাড়বে যতোই ভাঙবে তোদের ভুল!


কালো টাকা সাদা করার নানান করিস ফন্দি
আত্মীয় পরিজন বন্ধু বান্ধব তারাও করছে সন্ধি!


নামে বেনামে কতো সম্পদ হিসাব তাদের নেই
মায়া কান্না দেখায় তারা হারিয়ে ফেলছে খেই।


ঈশ্বরকে যতই ডাকো দেবে না তো সাড়া
পাপের ফল নিতেই হবে পাবে না কেউ ছাড়া!


মানুষ পায় না দুমুঠো খেতে কোটি কোটি টাকা গায়েব
ঠান্ডা গাড়ি ভুঁড়ির বহর লোকে বলে তবু সাহেব!


           *******


রচনাকাল  - ২২|০৮|২০২২