ডুবছে অসম ডুবছে কেরল
ভাসছে সাধের বাড়ি
চোখের জলে একটা সাগর
বৃথাই কেঁদে মরি!


ক্রুদ্ধ প্রকৃতি থামবে কবে
কবে হবে শান্ত
বৃষ্টি ধারা যাচ্ছে বেড়ে
দিশেহারা মানুষ ক্লান্ত!


মরছে মানুষ মরছে পশু
মরছে দুধের শিশু
অনাহারে মরছে সবাই
কোথায় প্রভু যীশু!


ত্রাণের জন্য হাহাকার ওঠে
নেই পানীয় জল
ডুকরে কাঁদে অমৃত শিশু
চীৎকার করা নিষ্ফল!


চারিদিকে শুধু জলের খেলা
লক্ষ মানুষ গৃহহীন
সেনা মজুত দিন রাত্তির
অভুক্ত সবাই নিদ্রাহীন!


ঘরবাড়ি সব জলেই ডুবে
প্রহর গোনে জীবন
টুকরো হাসি কান্না হয়ে
লিখছে মৃত্যু বরণ!


   ****