বিকেল আলো চোখের পাতায়
    হালকা রোদের খেলা
      কবিতা লিখি ছন্দ তালে
          কাটে প্রহর বেলা।


প্রজাপতি মন উড়ছে হাওয়ায়
    যৌবনে লাগে ঢেউ
        মন যমুনায় ডুবছে তরী
            প্রতীক্ষায় আছে কেউ!


ঝাঁকে ঝাঁকে ফিরছে পাখি
   সাঁঝের প্রদীপ জ্বেলে
      শ্রাবণ নদী বাঁধ ভেঙেছে
         কোথায় ফাগুণ পেলে!


নদীর চরে ঘুম লেগেছে
   ডুবছে মরা চাঁদ
      কিশোরীর শাড়ি নতজানু হয়ে
         পেতেছে মধুর ফাঁদ!


ওষ্ঠে লেখা সোহাগের গান
   হৃদয়ে ছন্দ লয়
      গোপন কথা গোপনেই থাক
          কাটুক লাজুক ভয়!


          *******