নভেম্বর শেষ, ডিসেম্বরেও ফ্যান চলছে ঝড়ের বেগে
সেভাবে এখনও ঠান্ডার দেখা নেই
ঘন কুয়াশায় পথ হারিয়ে যায় নি কেউই।


প্রকৃতির বুকে শুরু হয়েছে অসহ্য যন্ত্রণা -
খেজুর গাছের দিয়ে তাকিয়ে আছে অসহায় শিউলির দল
ঠান্ডা না বাড়লে খেজুর গাছে রস আসবে কোথা থেকে...


বেওয়ারিশ মেঘ এখনও আকাশের সীমানা ছাড়ে নি
যেটুকু ঠান্ডা ছিল মেঘের জন্যে তাও উধাও
লেপ কম্বলও তেমন ভাবে ব্যবহার শুরু হয় নি।


প্রকৃতির কান্না কেউ কী শুনতে পাচ্ছো
মানুষ বিশ্বাসঘাতক, প্রকৃতি নয় -
তবুও প্রকৃতির বুকে আঘাত করতে পিছপা হই না।


ছয় ঋতু, কিন্তু সব ঋতুই অনুভব হয় না
গ্রীষ্ম বর্ষা ছাড়া অন্য ঋতুর অস্তিত্ব ক্রমশ হারিয়ে যাচ্ছে
আকাশ জুড়ে রামধনু রঙ, কিন্তু মানুষের মুখ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে।


           ********


৩০ নভেম্বর ২০২২