আহত পাখির মত এখনও বেঁচে আছি
প্রবল ঝড়ে ভেঙ্গে গেছে ছোট বড় মাটির ঘর
ভেঙ্গে পড়েছে বড় বড় মাথা উঁচু করা গাছ
ওদের মাথায় লেগেছে ঝড়ের প্রভাব বেশি।


দুদিন হল ঘরে ঘরে জ্বলছে না আলো
ঝড়ের দাপটে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার
কবে আসবে বিদ্যুৎ কবে জ্বলবে আলো তার নেই ঠিক
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।


মাঠের পর মাঠ কাঁচা পাকা ধানগাছগুলো শুয়ে পড়েছে
হাঁটু সমান জল জমেছে সব সোনা ঝরা ধানের জমিতে
একেই হয়তো বলে ‘পাকা ধানে মই দেওয়া’ –
প্রচণ্ড ঝড়ে সবকিছু কেমন ওলোট পালোট হয়ে গেল।


মাথায় হাত কৃষক থেকে আমজনতার
কী ভাবে ঘরে তুলবে সোনার ফসল
প্রকৃতির প্রলয় লীলায় জীবন হয়ে উঠেছে দুর্বিষহ
কবে আসবে সুদিন কেউ কিচ্ছু জানে না!


    ******