দুয়ারে দাঁড়িয়ে বসন্ত বাতাস
আসছে রঙিন দিন
হোলির রঙে রঙ মাখাবে
থাকবে না কোনো ঋণ।


শিমুল পলাশ হবে রঙিন
ফাগুন খুশির বেলা
হৃদয় জুড়ে বসন্ত রাগ
ওষ্ঠে খুশির মেলা।


মন জোছনায় খুশির আবেশ
লাগবে হৃদয়ে রঙ
বাতাসের বুকে ফুলের গন্ধ
সেজো না কখনো সঙ্।


প্রেমের কাব্যে লাগবে রঙ
ভালোবাসা নয় ফাঁদ
বুকের আগুন বাড়বে দ্বিগুণ
যদি না দাও বাঁধ।


শরীরে রঙ লাগে যদি
ধুলেই যাবে উঠে
হৃদয়ের রঙ চিরকাল রবে
মনটা নেবে লুটে।


       *****


রচনাকাল - ১৪/০২/২০২২