ভাঙা জ্যোৎস্নায় থমকে দাঁড়িয়ে ভোর
ঘাসেদের ওষ্ঠে সুগন্ধি শিশির বিন্দু  -
ঝড় আসবে জেনেও শিশিরের সোহাগ স্পর্শ ছাড়েনি ঘাসের দল।


মানুষ ভুলে গেছে ওষ্ঠের সোহাগ -
প্রকৃতি ভোলে নি কী ভাবে সোহাগ করতে হয়
মুখোশের আড়ালে মুখ ঢেকে যায় অতি সহজেই।


ঈগল পাখির ঠোঁটে খেলা করে কালবৈশাখী ঝড়
মানুষ ঝড় নিয়ে খেলতে ভালোবাসে
পরিনতি ভাবে না, ভবিষ্যতে কী হবে!


কৃষ্ণচূড়ার ডালে ডালে ভরে গেছে ফুল
জ্যৈষ্ঠের তাপে পুড়ে যাচ্ছে ভালোবাসার ইমারত
যৌবনের উঠোনে ছড়িয়ে আছে একরাশ প্রেমের উপাখ্যান
মানুষ কুড়িয়ে নিতে শিখলো কই ভালোবাসা!


            ********


রচনাকাল  - ১৬|০৫|২০২২