প্রাণ আছে বলে
এখনো পাখিরা গাইছে কুহু সুরে গান
প্রাণ আছে বলে
সবুজ বনানী হেসে করে প্রাণ দান!


প্রাণ আছে বলে
কবিরা আজও প্রাণের কথা লেখে
প্রাণ আছে বলে
ছোট্ট শিশুরা অবাক চোখে দেখে!


প্রাণ আছে বলে
মুক্ত আকাশে ডানা মেলে পাখি দল
প্রাণ আছে বলে
অবুঝ পাখিরা করে নাতো কোন ছল!


প্রাণ আছে বলে
প্রেমিক প্রেমিকা আজও হৃদয়ের কথা কয়
প্রাণ আছে বলে
ধরণীর বুকে এখনো মুক্ত বাতাস বয়!


প্রাণ আছে বলে
নারীর ওষ্ঠে বসন্ত খেলা করে
প্রাণ আছে বলে
প্রেমিকার হৃদয়ে অভিমান ঝরে পড়ে!


প্রাণ আছে বলে
মানুষের মনুষ্যত্ব যায়নি এখনও হারিয়ে
প্রাণ আছে বলে
অনাথ আতুরকে মানুষই ধরে জড়িয়ে!


প্রাণ আছে বলে
জাতি ধর্ম নির্বিশেষে একসাথে আজও চলি
প্রাণ আছে বলে
সব্বাই মুক্ত কণ্ঠে ‘ভালো আছি’ কথাটি বলি!


      ********