কুমারী শরীরে প্রত্যাশা অনেক বেশী ...
আধখানা চাঁদের কলঙ্ক অত বোঝা যায় না
যখন চাঁদ পূর্ণবতী হয় তখন কলঙ্ক ধরা পড়ে
কুমারী শরীরের উদ্যাম উষ্ণতা গিলে খায় শরীর
কলঙ্কের কথা হারিয়ে যায় অবাধ্য অবহেলায়।


নষ্ট অন্ধকারে জোনাকির মৃদুমন্দ আলোয়
শরীরী উপত্যকায় ধ্বংসের করাল গ্রাস ...
অশান্ত ঘূর্ণি ঝড়ের মতো ছড়িয়ে পড়ে শাখাপ্রশাখায়
মৌন স্বপ্নগুলো গিলে খায় চরম যন্ত্রণায় -
শিউলি ফুল নীরবে ঝরে যায় ভোরের আগেই।


মাতাল শরীর শুনতে পায় জলপ্রপাতের শব্দ
যৌবনের অহংকার ধুয়ে যায় রাতের অন্ধকারে
জানালার ফাঁক দিয়ে আধখানা চাঁদ দেখা যায়
ক্লান্ত অবসন্ন শরীর ডুবে যায় গভীর ঘুমে
মৌন স্বপ্নগুলো হারিয়ে যায় স্মৃতির মায়াজালে।।


              ******