ঝুলন বারান্দায় বিকেলের রোদ্দুর আটকে আছে নীরবে
ঝিরঝিরে বৃষ্টিতে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রোদ্দুর
তীব্র দাবদাহের থেকে মুক্তির নিশ্বাস নিচ্ছে সাধারণ মানুষ।


উলঙ্গ শিশুর দল বৃষ্টিতে ভিজছে অবিরাম –
এই বৃষ্টিকে তোয়াক্কা না করে হেঁটে যায় পথচলিত জনতা
যারা বৃষ্টিকে ভয় পায় তারাও যেন ভিজতে চায় মনের আনন্দে!


একটু মুক্তির আশায় সব্বাই নেমেছে পথে ...
বৃষ্টি পড়ুক অঝোর ধারায় বৃষ্টি নামুক মনে
সবুজ বনানী ভিজছে এখন হৃদয়ের কোনে কোনে!


মনের কোনে আলোর দিশা
জীবন অনেক দামি
বৃষ্টি ছাড়া বাঁচাবো কি করে
মোদের চাষের জমি!


চোখের কোনে চিকচিক করে জল
আষাঢ় মেঘে ভালোবাসার ঢল
নাঙল নিয়ে চল রে মাঠে চল
ভিজছে যেন এই ধরণীর তল!


অবশেষে নামল সুখের বৃষ্টি ধারা
তপ্ত দহনবেলার দিন হল অবসান
ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে উলঙ্গ শিশুর দল...


     *******