হৃদয়ের জানালায় মরমী রাত
জ্যোৎস্না প্রহর গোনে
বাধ্য নদীও পথ ভুলে
গোপন কথা শোনে।


হারানো সুরে গন্ধ ভরা
বুক করে দুরুদুরু
ওষ্ঠে ঘুমিয়ে প্রথম পুরুষ
কোথায় করেছি শুরু!


ক্ষুধার্ত শরীর চাইছে কিছু
অন্তর পুড়ে ছাই
প্রথম পুরুষ মুক্তোর খোঁজে
ডুবুরি হয়েছে তাই!


ভাঙা সেতু বুকের ভেতর
ঝুলছে কেমন করে
পুরুষ তবু সেই সেতুটাই
আঁকড়ে ধরে মরে।


মরমী রাতে পূর্ণিমা চাঁদ
ছড়ায় আলোর কিরণ
হৃদয় দুয়ার মুক্ত আছে
লাজুক বধূ বরণ!


    ****