বুকের পাঁজরে মৃত কান্নারা কথা কয় -
উদভ্রান্ত জীবনে খুঁজে ফেরে না অনেক ব্যথা
প্রতিবন্ধী শিশুদের কান্না ক'জন শুনতে পায়!


শরতের আকাশে কখনো মেঘ কখনো রোদ্দুর
প্রতিবন্ধী শব্দটা যেন ভীষণ রকম বেমানান
অসহায় দিশাহীন পথে আলো দেখাবে কে?


অস্তমিত সূর্যের রঙিন আলোয় হারিয়ে যায় কতো স্বপ্নহীন পথচলা
যুগ বদলে গেছে, তবুও মানুষের মনন বদলাইনি একটুও
প্রতিবন্ধীরা আজও অন্ধকার আঁকড়ে বেঁচে থাকে।


সভ্যতার রঙমশালে মানুষ কেন কাঙাল -
এর উত্তর কারুর কাছে নেই কোনোদিনও ছিল না
সভ্য সমাজ থেকে প্রতিবন্ধীরা সারাটা জীবন ব্রাত্য থেকেছে।


রামধনুর আলো ছড়িয়ে পড়ছে সারা আকাশ জুড়ে
শরতের আগমনে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে
প্রতিবন্ধী জীবনে সব রঙ বিবর্ণ হয়ে গেছে ।


আগমনী গানে মা দূর্গার পদধ্বনি শোনা যায়
দিগন্ত জুড়ে কাশফুলের মনোরম শোভায় হৃদয় মাতায়
মায়ের কৃপায় সকল প্রতিবন্ধীর জীবন আলোয় আলোকিত হোক।


           ********


( সহমর্মিতার সংবেদন )