আঁধার দেওয়ালে আবছা মুখের প্রতিচ্ছবি
ভাঙা জানালায় আধখানা চাঁদ উঁকি দেয়
পূর্ণিমা চাঁদ গলে গলে কখন হয়েছে অর্ধেক
অবসন্ন রাত্তির ক্রমশ আচ্ছন্ন হয় ক্লান্তিতে।


বুকের পাঁজরে পুরনো ব্যথাগুলো উল্লাস করে
তৃতীয় বিশ্বের মানুষগুলো ক্রমশ নিশ্চুপ ...
জ্যোৎস্না ফালা ফালা করে নেমে আসছে মেঘ
এখনই শুরু হবে কালবৈশাখীর তান্ডাব।


আঁচের আগুনে জ্বলছে নারীর উর্বর শরীর
জ্বালানির বড়ই অভাব সংসারী মানুষের
ভাঙা জানালায় দাঁড়িয়ে খোলা চুল মেয়ে
দু’চোখ ভরা জল শুকনো মুখের প্রতিচ্ছবিতে।


রাতের পাখিরা ঘুমিয়ে পড়েছে নিজস্ব আস্তানায়
নারী জেগে থাকে নিদ্রাহীন সারা রাত
সে যে কারুর মা অথবা কারুর স্ত্রী
পাষণ্ড স্বামী বাড়ি ফেরেনি এমনকি ছেলেটাও ...


বাড়িতে এসেই শুরু হবে ঝড়ের তাণ্ডব
শরীরে ও মনের অন্দর মহলে ...
অবাধ্য ছেলেও ফেরেনি বাড়ি
তবুও রাত জেগে বসে থাকে অবলা নারী।।


      ********


রচনাকাল – ১০/০৫/২০১৮