চোখের পাতায় ভোর পাখিদের
ঘুমভাঙা কাঁচা রোদ
মিলন পিয়াসী মানুষ ভুলেছে
জীবনের সব বোধ!


সবুজ বনানী হিমেল বাতাসে
সোহাগের গান গায়
জীবন রঙিন স্বপ্ন বিলাসী
ভোগের অন্ন চায়!


ঘাসের বুকে জমছে শিশির
সুখেই করছে স্নান
রোদের আলোয় জাগবে শরীর
শিশির শুকিয়ে ম্লান!


ভোগ বিলাসের এতো আয়োজন
তবুও করছে লড়াই
সুখের চেয়ে দ্বন্দ্ব বেশী
মুখেই করছে বড়াই!


ঘুমভাঙা চোখে তাকিয়ে দেখো
পৃথিবী কত সুন্দর
দ্বন্দ্ব ভুলে সুখের ঠিকানায়
আছে মনোরম বন্দর!


   ****