উৎসব চৌকাঠে এসে দাঁড়িয়েছে
মায়ের চোখে কাজল নেই
ছেলে মেয়েদের মুখ শুকনো।


প্যান্ডেল শুনশান ...
টুনি বাল্বের আলোয় জৌলুসহীন পুজো
রাতের নিয়ন আলোও ঝিমিয়ে।


হাতে গোনা লোক রাস্তায়
অভুক্ত শিশুরা ঘুরে বেড়াচ্ছে
এ প্যান্ডেল থেকে ও প্যান্ডেল।


রাত বাড়ছে, মা নিদ্রাহীন
পরনে আটপৌরে শাড়ি –
শাড়ির আঁচলে বিশ্ব সংসার তাঁর।


পৃথিবীটাকে বাঁচাতেই হবে –
মায়ের দশ হাত নেই, দুটি হাত
ওতেই যথেষ্ট, পৃথিবীর দস্যুরা এখন হাতের মুঠোয়।


     *********


রচনাকাল – ১৬/০৯/২০২১