ঘুম পাখিদের কান্না শুনে
থমকে গেছে রাত
জোনাকি আলো ডাকছে তাদের
নেইকো রাতের জাত।


অলীক ভাষা বোঝেনা কেউ
পাখিরা ঝাপটায় ডানা
আঁধার আকাশ কান্না মোছে
উড়তে ওদের মানা।


শিউলি ঝরা কাশের বনে
মিথ্যে সোহাগ রাখি
ঘুম পাখিদের অবুঝ কান্না
স্বপনে তাদের দেখি।


প্রজাপতি মন এখনও জেগে
খুঁজছে আলোর ভোর
রাতের কান্না মিলিয়ে যাবে
খোলা হৃদয় দোর।


লক্ষ তারা মিটিমিটি হাসে
রাত পাহারা দেয়
জোনাকির সাথে আড্ডা মেরে
কান্না ছিনিয়ে নেয়।


       *******