হেমন্তের বাতাসে হিমেল হাওয়ার পরশ
ভোরের আকাশ থেকে ঝরে পড়ছে স্বপ্ন হীনতার শিশির
ভেজা ঘাসের বুকের পাঁজরে শুয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস।


ঠাণ্ডা বাতাস যত বইবে গরীবের উঠোনে কষ্টের বাড়বে ততই
মানুষের কঙ্কালের ঘুণের ভিতর ঢুকবে ঠাণ্ডা বাতাস
হাড়গুলোও ঠান্ডায় কাঁপবে ঠকঠক করে।


অশীতিপর বৃদ্ধটা আজও যেন বুদ্ধ মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে
মাথার সাদা চুলগুলো উড়ছে অলীক ভঙ্গিমায়
অমায়িক হাসিতে ঝরে পড়ছে হেমন্তের উষ্ণ আলিঙ্গন।


তবুও হারিয়ে যায় মেঘ বলাকার উদাস অভিমান
শ্বাসকষ্ট বাড়ছে মানুষের মতো প্রকৃতিরও
কঙ্কাল শুধু মানুষের নয়, প্রকৃতির কঙ্কাল দেখে আঁতকে উঠছে সব্বাই।


অলীক সুখের সমীকরণ আজও কেউই জানে না
শীতে কাঁপবে মানুষ জেনেও মাটির উঠোনে বসে থাকে
দিন মাস বছর পেরিয়ে যাবে প্রকৃতি কী সাজবে রঙিন বসন্তে!


          ******


০১|১১|২০২২