হাওয়ায় দুলছে সবুজ বনানী
প্রভাতে খুশির আলো
জীবন কাব্যে আঁধার কেটে
হৃদয়ে প্রদীপ জ্বালো।


ছলনার মেঘ নেই আকাশে
এসেছে শ্রাবণ সন্ধ্যা
বর্ষণ ধারায় ভাসুক বনানী
প্রকৃতি নয় বন্ধ্যা।


প্রকৃতি মানুষ চিরকাল রবে
মানুষ হবেনা নিঃস্ব
প্রকৃতির দান মানুষই নেবে
জানে সারাটি বিশ্ব।


মানুষ বাঁচে প্রকৃতির ছায়ায়
বর্ষায় হবে সৃষ্টি
শীতেই পাবে রূপোলী ফসল
বিধাতা দিয়েছেন দৃষ্টি।


প্রজাপতি মন হাওয়ায় দোলে
প্রকৃতি পরেছে কাজল
মানুষ আজও প্রকৃতির দাস
তাই দু’আঁখি সজল।


   ****


রচনাকাল – ২০/০৭/২০২১