ফুলের বাগানে আসেনা ভ্রমর
শুকিয়ে গেছে মধু
লজ্জা এখনও নারীর ভূষণ
শাড়িতে সেজেছে বধূ।


দুচোখে কাজল পায়েতে নূপুর
ওষ্ঠে ফাগুন হাসি
দুলছে বেনী দুদিক ছড়িয়ে
বলছে, সোহাগ ভালোবাসি।


শরতের মেঘ হয়েছে উদাস
খোঁপায় শিউলি ফুল
টগর গোলাপ জুঁই চামেলি
দেখার নয়তো ভুল।


ফুলের শোভায় উচ্ছল নারী
হৃদয়ে এসেছে ভয়
পুরুষ প্রেমিক ভ্রমর হয়ে
নারীকে করেছে জয়।


প্রজাপতি মন আবেশ ছড়ায়
মননে নীরব ব্যথা
শরতের মেঘে লুকিয়ে আছে
কান্না কাব্য কথা।


  ****


রচনাকাল – ২৭/০৮/২০২১