বাপের বেটা বুকের পাটা
ক’জন আছে দেখি
প্রতিবাদ করে বলছে কথা
হৃদয়ে ধরে রাখি!


সব্বাই এখন ম্যেনি বেড়াল
হুলোর দেখা নেই
ঘুমিয়ে আছে সভ্য সমাজ
হারিয়ে ফেলছে খেই!


জীবন এখন হাতের মুঠোয়
ভয়ে সবাই কাঁটা
কার বুকেতে লাগবে গুলি
কেবা বলির পাঁঠা!


মুখে মুখোশ সাধুর পোশাক
চিনবে কেমন করে
আসল শয়তান মানব দেহে
আছে ভেক ধরে!


প্রতিবাদ করলে বাড়বে বিপদ
পায় সবাই ভয়
বিচারের নামে হয় প্রহসন
অন্যায়ের হয় জয়!


       ****


রচনাকাল – ২৫/০২/২০২১