টুকরো টুকরো অভিমানগুলো শরতের মেঘের মত মনে হয়
কেমন যেন উদাস ভঙ্গিতে ভেসে বেড়ায় আকাশের বুকে
হৃদয়ের অলিন্দে উঁকি দেয় সেই সব অভিমান।


কিন্তু অভিমান করে কী লাভ বলতে পারো
ভালোবাসার বিনিময়ে সব সময় প্রতিদান চাইলে হবে
সারাটা জীবন ওষ্ঠে বসন্ত উৎসব হবে না!


ফাল্গুনী পূর্ণিমায় রঙের খেলায় মেতেছ কখনও
যে রঙ হৃদয়ে লাগে সে রঙ কখনো ওঠে না
তবুও ভালোবাসায় প্রতিদান চেইবে না, হেরে যাবে ...


ওষ্ঠের রঙ ধীরে ধীরে উবে যাবে এক সময়
ভালোবাসার মোহরকুঞ্জে বসন্ত এলেও তাকে ছোঁয়া নিষেধ
জীবনের জলছবিতে লেগেছে ধূসর মেঘের রঙ।


প্রতিদান চেয়ে ভালোবাসা মাপতে যেও না
অলীক স্বপ্নের মত মায়াময় বাস্তব জীবন -
ভালোবাসার হাতটা ধরে থেকো আজীবন, সুখে থাকবে ...


     ******


রচনাকাল – ২৮/০৯/২০২০