বুকের মাঝে হিংসা জ্বলে নেবেই তুমি প্রতিশোধ
আবার কবে মানুষ হবে  ফিরবে কবে বোধ!


ভালোবেসে জড়িয়ে ধরো কমবে দেখো রাগ
ভেবো না শত্রু বন্ধু করে হৃদয়ে কাটো দাগ।


প্রতিশোধ তুমি নিতেই পারো হাতে থাকলে অস্ত্র
দুঃশাসন হয়ে কাড়তে পারো দ্রৌপদীর লজ্জা বস্ত্র।


পুরুষ তুমি সিংহ বিক্রমে দেখাও তোমার কর্ম
প্রতিশোধ নিয়ে অহং দেখাও এ নয় মানব ধর্ম।


হাসি মুখে হাতটি ধরো দেখোনা কোনো জাত
মানুষ মাঝে মানুষ হয়ে দিও দু’মুঠো ভাত।


    ******


রচনাকাল – ০১/১২/২০২০