কঙ্কাল দেহ যায় শুকিয়ে চোখগুলো গর্তে ঢোকা
মানুষের দুঃখ কে ঘোচাবে কে আছে এমন বোকা!


নিজেকে নিয়েই ব্যস্ত সবাই খুঁজছে সবাই নিজের সুখ
জীবনের রঙ ফিকে রোদ্দুর গরীবের কাটে না দুখ!


সাইরেন বাঁশি বাজে না আর বাজে না ছুটির ঘণ্টা
মুখ থুবড়ে কল কারখানা কথার ফোয়ারায় লবডঙ্কা!


বাড়িতে বাড়িতে নেতা মন্ত্রী শুধু দেয় প্রতিশ্রুতির বন্যা
বিয়ের টাকা দেব আমরাই যদি থাকে ঘরে কুমারী কন্যা!


থাকবে না আর বেকার দেশে চাকরি পাবে সবাই
হাহাকার করে শিক্ষিত সমাজ বেকার যুবক জবাই!


ভোট পাখিরা আসবে আবার পাঁচটি বছর পরে
পরিযায়ী পাখিরা বছরে আসে নেতারা আসেনা ঘরে!


              ********