পুজোর খুশি ছড়ায় মনে
ছোটো থেকে বুড়ো
শিউলি গন্ধ হৃদয় মাতায়
হাসেও ফোকলা খুড়ো।


মেঘের ভেলায় শারদ আসে
জীবনে লাগে রঙ
পুজোর ক'দিন রঙিন পোশাকে
সাজবে যেন সঙ।


পুজোর খুশি পুজোর হাসি
সবাই যেন এক
ধনী গরীব নেই ভেদাভেদ
থাকবে না কোনো ফাঁক।


কাশফুল দোলে  শিউলি হাসে
শিশির ভেজা ঘাস
পুজোর খুশিতে মাতবে সব্বাই
ক'দিনই সুখে বাস।


পুজো আসে পুজো যায়
ঝরেও শিউলি ফুল
দুঃখ কষ্ট জীবনের অঙ্গ
বাঁচলেই হবে ভুল।


     *******


রচনাকাল  - ০৪|০৯|২০২২