বৈশাখের তীব্র দহনে পুড়ে যাচ্ছে সবুজ
ঘাস ফড়িঙের বুকের মধ্যে অন্তহীন হাহাকার
আনমনা মেঘ উড়ে যায় দিগন্তের ওপারে!


গরম বাতাসে ছুটে বেড়াচ্ছে আগুণের হলকা
গাছের ফাঁক দিয়ে তারস্বরে চীৎকার করছে কাক
ছাদের কার্নিশে ঠায় দাঁড়িয়ে দুপুরের রোদ্দুর!


দমফাটা গরমে হাঁসফাঁস করে আধমরা মানুষের জীবন
কালবৈশাখী ভুলে গেছে তার গতিপথ ...
গোধূলি আলোতেও নেই বৈশাখী ঝড়ের উন্মাদনা!


সূর্যডোবা আলোর সাথে সাথে কমতে থাকে রোদ্দুরের ঝাঁঝালো তেজ
আধখানা চাদের আলোয় মনে হয় ক্রমশ ঠাণ্ডা হচ্ছে পৃথিবী
শীতল হাওয়ার খোঁজে মানুষ হাপিত্যেস করে বসে আছে!


চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পুড়ে যাচ্ছে মানুষ -
তবুও জীবন জীবিকার তাগিদে রাস্তায় বেরোতেই হয়
বেঁচে থাকতে হবে সাধারণ মানুষকে নিত্য লড়াই করে!


         ********