পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
সূর্যের তাপে পুড়ে যাচ্ছে দেশের সর্বত্র
চল্লিশ ডিক্রি তাপমাত্রায় পুড়ছে মানুষ
জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল।


হু হু করে নেমে যাচ্ছে জলের স্তর
পানীয় জলের সংকট ক্রমশ তীব্রতর হচ্ছে
আকাশে মেঘের দেখা নেই  -
হাওয়া অফিস বলছে এখন বৃষ্টির সম্ভাবনা নেই।


মধ্য বৈশাখেও জ্বলছে সারা দেশ
কালবৈশাখীও বেপাত্তা হয়ে গেছে এই বাংলা থেকে
প্রকৃতির বিরূপ আচরণে মানুষ নাজেহাল
কবে দেখা মিলবে বৃষ্টির কেউ জানে না।


জলপ্রপাতের গতি থমকে দাঁড়িয়ে মাঝ পথে
যারা ঝর্নার জলে স্নান করে তারা অধীর প্রতিক্ষায় বসে আছে।
হিমালয়ের বরফ গলছে ...
হয়তো দুঃসময়টা ক্রমশ এগিয়ে আসছে আমাদের সামনে।


জল অপচয় বন্ধ না করলে এর মূল্য দিতেই হবে
নইলে সবকিছু শেষ হয়ে যাবে প্রকৃতির উষ্ণতায়
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কিছু থাকবে না
জীবনের সুখের বসন্তে অন্ধকার নেমে আসবে একদিন।


          ********


রচনাকাল  -  ২৯|০৪|২০২২